১৬ বছরে ইমপ্যাক্ট পিআর

৬ মার্চ, ২০২০ ১৬:২৮  
দেশে রবি আজিয়াটা লিমিটেড, হুয়াওয়ে কনজুমার বিজসেন গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, ওরাকল বাংলাদেশ, আকাশ ডিটিএইচ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোসহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানিকে জনসংযোগ সেবা দেয় ইম্প্যাক্ট পিআর। বৃহস্পতিবার (৫ মার্চ) ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে প্রতিষ্ঠানটি। রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক’র পরিচালক, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আফতাব-উল-ইসলাম, সহ-প্রতিষ্ঠাতা এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও অ্যান্ড এডিটর-ইন-চিফ এবং দি ইনডিপেনডেন্টে’র সম্পাদক এম শাসসুর রহমান প্রধান নির্বাহি সাবরিনা জামান। অনুষ্ঠানে ইমপ্যাক্ট পিআর’র প্রধান নির্বাহি সাবরিনা জামান ক্রেস্ট ও ফুল দিয়ে ইমপ্যাক্ট পিআর’র প্রতিষ্ঠাতা আফতাব-উল-ইসলাম ও এম শামসুর রহমানকে সম্মাননা জানান। এ সময় প্রতিষ্ঠানের ঢাকা অফিসের কর্মীরা উপস্থিত ছিলেন।